কলকাতায় ভানু স্মরণ !!!


NNS New Delhi :                                       বাংলা সিনেমার  প্রবাদপ্রতিম অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবার্ষিকীর অনেক আগে থেকেই তাকে নানাভাবে স্মরণ করা শুরু হল  কলকাতারই দি রামকৃষ্ণ ইনস্টিটিউট  -  অনাথ আশ্রমে।    

           
                
                      অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত অভিনেতা ভানু বন্দোপাধ্যায় এর পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমায় তার অবদানের কথা তুলে ধরেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে ভানু বন্দোপাধ্যায় কন্যা বাসবী  ঘটক তার বাবার নানান টুকরো স্মৃতি তুলে ধরেন। সাংবাদিক দিলীপ চট্টোপাধ্যায় স্বাধীনতা যুদ্ধে ভানু বন্দোপাধ্যায়ের ভূমিকার কথা উল্লেখ করেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানান রেভারেন্ড  শ্রীকান্ত দাস। পরে অনাথ আশ্রমের ছাত্রদের হাতে খাতা, পেনসিল, ডটপেন প্রভৃতি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন-  এন এন এস, মুখ্যবার্তা পত্রিকা ও হ্যাল্লো  ক্যালকাটা।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment